ফ্রান্সে শিক্ষক খুনের ঘটনায় মসজিদ তালা বদ্ধ

ফ্রান্সে একটি স্কুলে ছুরি হামলায় এক শিক্ষক নিহতের ঘটনার পর ইসলামপন্থীদের বিরুদ্ধে শুরু হওয়া পুলিশি অভিযানের মধ্যে রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ ৬ মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্যারিসের উপকণ্ঠে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরতলির এই গ্র্যান্ড মসজিদ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিল শিক্ষক সামুয়েল প্যাটি খুন হাওয়ার আগে। ওই ভিডিও প্যাটির বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। খবর আলজাজিরার।

জানা যায়, পুলিশ মঙ্গলবার মসজিদের বাইরে বন্ধের নোটিশ সেঁটে দিয়েছে। ঘৃণা-বিদ্বেষ যারাই ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ছয় মাসের জন্য মসজিদটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

ফ্রান্সে গত শুক্রবার ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।