দেশের স্বার্থে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কোন দেশের সঙ্গে বৈরিতা চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতে ৭ পদাতিক ডিভিশনের তিনটি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকারপ্রধান।

তিনি বলেন, করোনাকালে সশস্ত্রবাহিনী যে সেবা দিয়েছে তা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বদা দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। এ বাহিনীকে উন্নত করতে আওয়ামী লীগ সরকার নতুন ও উন্নত সমরাস্ত্র কিনে আধুনিকায়ন করছে।

অনুষ্ঠানে যুক্ত হওয়ার শুরুতেই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

পরে দেয়া বক্তব্যে সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।