মুসলমানদের থুথুর সমুদ্রে ভেসে যাবে ফ্রান্স

মহানবী হযরত মুহাম্মদ সা. কে অবমাননা করায় ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির গুরুত্ব-পূর্ণ ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন। তিনি বলেন, মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে `তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এই মুহূর্ত থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব বলে মানে করছি। মুসলমানরা চাইলে তাদের থুথুর সমুদ্রে ফ্রান্স ভেসে যাবে।

গত রবিবার গ্রেটওয়াল শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির দোয়া ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

গ্রেটওয়াল শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মো. জাবেদ হোসেন মিঠুর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহামেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মাসুদ, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ইমন, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. শামসুজ্জোহা, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আকবার বাবলা, বিশিষ্ট শিল্পপতি প্রিন্স আওয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।