নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্টে) শহীদ নূর হোসেনকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিটি ও মহানগর উত্তর, দক্ষিণের নেতৃবৃন্দ।
এ সময় নূর হোসেনের স্মৃতিচারণ করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে সামিল হয়ে নূর হোসেন নিহত হন। তার এই আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান এবং পরবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগরসহ আরও অনেকে নেতৃবৃন্দ।