যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটির আগের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন করে ১ লাখ ৩৫ হাজার জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন প্রায় সাড়ে ১৩শ’ জন।
বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৩৫ হাজার ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৩৪৫ জন।
দেশটিতে মোট করোনা শনাক্ত ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে রয়েছে।
এদিকে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম সতর্ক করেছেন।
এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ১২ লাখ ৮০ হাজার। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৬৪ লাখ।