রাজধানীর মেরুল বাড্ডা থেকে স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে মাদক, অস্ত্র, নগদ টাকা, এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করা হচ্ছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে আজ শনিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আজ সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হবে।
বিষয়ে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।