ভারতের উত্তরপ্রদেশে বালিবোঝাই একটি ট্রাক উল্টে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত বালি বোঝাই করায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ওপর উল্টে যায়। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাদের আটজনের মৃত্যু হয়। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল একটি পরিবার। কৌশাম্বিতে তাদের গাড়িটি দাঁড়ানো ছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরেই চাপা পড়ে চালকসহ সাতজন নিহত হন।
কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন,বালুবোঝাই ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়। এ বিষয়ে আরও তদন্ত চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় আহতদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।