ফাইজারের টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য

মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাকে (ভ্যাকসিন) সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকা ব্যবহারের অনুমোদল দিলো যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার বরিস জনসনের সরকার বলেছে ‘ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগে স্বতন্ত্র প্রতিষ্ঠান মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন সম্বলিত সুপারিশ সরকার আজ গ্রহণ করা হয়েছে।’

ফাইজার/বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী দিন কয়েকের মধ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়া যাবে। যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার/বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে।