টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রলিচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. সেন্টু মিয়া (৩৫)।
নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান আনিস এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলি ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
এছাড়াও ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নাগরপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিল।
পথে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি ওই অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।
আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ছয়জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচলক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।