করোনা আক্রান্ত ট্রাম্পের আইনজীবী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি (৭৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প নিজেই টুইট করে এ কথা সবাইকে জানিয়েছেন।

টুইটবার্তায় ট্রাম্প বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠ রুডি, আমরা তোমার অপেক্ষায় আছি। খবর বিবিসির।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান দলের অনেকেই কারচুপির অভিযোগ আনেন। এ অভিযোগে মামলা পর্যন্ত হয় আদালতে। এসব কারচুপির মামলার আইনজীবী ছিলেন রুডি।

ধারণা করছে, আইনজীবী রুডির মতো ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। এ কারণে অনেকেই রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীকে দোষারোপ করে আসছিলেন।

ট্রাম্পের বর্ষীয়ান এ আইনজীবী বর্তমানে ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ মানুষ এবং মারা গেছেন দুই লাখ ৮১ হাজার ২৩৪ জন। করোনায় আক্রান্ত ও মৃতের উভয় দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।