জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শ্রমিক ও শিক্ষকদের উপর পুলিশ কর্তৃক লাঠিচার্জ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়াদের উঠিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন।
দলটির সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার দিবাগত রাত ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শ্রমিক ও শিক্ষকদের উপর পুলিশ কর্তৃক লাঠিচার্জ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়াদের উঠিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে নেতারা আরও বলেন, শ্রেণী পেশার জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে হামলা-নির্যাতন করে দমন করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রেণী পেশার জনগণের উপর সরকারের নির্দেশে পুলিশ কর্তৃক বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।