তাওসিফ মাইমুন: বাবা মানেই বট বৃক্ষের ছায়া। অসংখ্য কষ্ট সহ্য করে হাসি মুখে সন্তানের প্রয়োজন মেটানোই বাবাদের সুখের গল্প। সকল আলোর আড়ালে থাকে বাবাদের পরম স্নেহ। এতেই যে তাদের হৃদয়ের পরম তৃপ্তি!
সম্প্রতি এক ব্যাক্তির ছবি সামাজিক যোগাগো মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন ভোরে শিশুকে কোলে নিয়ে একজন রিক্সা শ্রমিক প্যাডেল মেরে তার রোজকারের সন্ধানে ছুটে চলছে। কোলের শিশুটির হয়ত ৩-৪ বছর বয়সী হবে। সেই চালক এবং শিশুর গায়ে তেমন ভালো শীতবস্ত্র না থাকায় একে অপরকে খুব করে জড়িয়ে আছে একটু উষ্ণতার জন্য।
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বলেছিলেন, “আমি যদি বাবা হতুম, বাবা হত খোকা,
না হলে তার নামতা, মারতাম মাথায় টোকা। রোজ যদি হত রবিবার! কি মজাটাই হত যে আমার! কেবল ছুটি!
থাকত নাক নামতা লেখা জোকা! থাকত না কো যুক্ত অক্ষর, অংকে ধরত পোকা।
ছবির চালক এবং শিশুদের অবস্থা দেখে বাবাদের সংগ্রামী জীবন তুলে অনেকেই স্যালুট জানিয়ে পোস্ট করছেন।
আহমেদ ফারুক নামের একজন লিখেছেন, মাথার ঘাম পায়ে ঝড়িয়ে সন্তান মানুষ করে বাবা! মায়ের আদর ভালবাসা জরুরি। কিন্তু ছবিটির মত কিংবা এর চেয়েও কঠিন জীবনও হয় অনেকের জীবনে। স্যালুট বাবাদের। ওপারে চলে যাওয়া বাবাদের সৃষ্টিকর্তা ভালো রাখুক।