ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। দোকানের টিন চাপা পড়ে বদু মোল্যা (৩০) ও মাটি টানা ট্রলির চাপায় বাদল মুন্সি (৪০) নামের দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের সিরাজুল ইসলামের টিনের দোকানে ও ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের সোতাশী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের আলতা মোল্যার ছেলে ভ্যানচালক বদু শেখ দুপুরে সিরাজুল ইসলামের টিনের দোকান থেকে টিন ভ্যানে উঠানোর সময় দাঁড় করে রাখা এক বান্ডিল টিনের তলে চাপা পড়লে ঘটনাস্থলেই বদুর মৃত্যু ঘটে।
পৃথক ঘটনায় বিকেলে মাইজকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম বাদল মুন্সী (৪৫)। সে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের রোমান মুন্সীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পেঁয়াজের দানা কিনে বাদল মুন্সী উপজেলার সাতৈর বাজার থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি বারাংকুলা যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী নামক স্থানে পৌঁছলে ইটভাটার মাটি টানার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।