গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনায় অন্তত ৪৬ পরিবার ঘর হারা হয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের সানদাইলপুর এলাকার হোসেন মিয়ার ছেলে মিলন হোসেন (৪০), তার স্ত্রী মুন্নি আকতার (৩০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) এবং একই উপজেলার ওসমান গনির ছেলে আউয়াল মিয়া (৪০)। নিহতরা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
সোমবার ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া এলাকায় নব্বই কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন ছড়িয়ে পড়লে প্রায় ৪৬ ঘর পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চারজন নিহত হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিনের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, নব্বই কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে ভোর ৫টার দিকে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হয়ে মারা যান। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কোনো অভিযোগ না পেলে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।