রাজনীতিতে দেউলিয়া ব্যাক্তিদের অপপ্রচার ঠেকাতে প্রস্তুত সরকার: কাদের

মাঠের রাজনীতিতে দেউলিয়া হওয়া ব্যাক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার ছেড়ে দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার কারীদের বিরুদ্ধে সরকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।

তিনি বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিপক্ষে সবাইকে সত্য প্রচারে গড়ে তুলতে হবে অনলাইন একটিভিস্ট গ্রুপ।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতিমধ্যে ঘটেছে নীরব বিপ্লব, রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্ব যোগাযোগের নেটওয়ার্ক।