করোনা: একদিনে ১৫ হাজার মৃত্যুর রেকর্ড

মহামারি করোনা যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এই প্রাণঘাতী ভাইরাসে গত একদিনে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগী ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৩ জন, মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জনের। মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনা শনাক্ত ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জনের। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৭২৬ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। বাংলাদেশের অবস্থান ২৭তম।