নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু

নরওয়েতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

টিকা নেওয়ার পর যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। এসব মানুষের মৃত্যুর পর টিকা নিয়ে সতর্কতা জারি করেছে দেশটি। খবর নিউইয়র্ক পোস্টের

নরওয়ের জনস্বাস্থ্য দফতর জানিয়েছে, যারা অত্যন্ত দুর্বল এবং শারীরিকভাবে সুস্থ নয় তাদের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। যাদের বার্ধক্যজনিত সমস্যা রয়েছে, আয়ু বেশি তাদের মধ্যে টিকার কার্যকারিতা কম হতে পারে।

ফাইজার-বায়োএনটেক নরওয়ের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে টিকাকরণের পর মৃত্যু নিয়ে। তবে ফাইজারের মতে, এই মৃত্যু তাদের মতে অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, নরওয়েতে প্রায় ৩৩ হাজার মানুষকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের এবং প্রবীণ ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছে।