আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের উপহার দেওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ দেশে আসে। বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। এ সময় তিনি করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও আহ্বান জানান।
উল্লেখ্য, ভারত সরকারের দেওয়া উপহার করোনার ২০ ডোজ ভেক্সিন গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় একটি বিশেষ বিমাণ।