চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষেং আলাউদ্দিন নামের এক যুবকের নিহতের খবর শুনে তার মা (৬০) মৃত্যু বরণ করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট কেন্দ্রে ছেলের নিহতের সংবাদ শুনে মা মারা যাওয়ার ঘটনা ঘটে। নিহত মহিলার নাম আছিয়া বেগম। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।
পাহাড়তলী আমবাগান আবহাওয়া অফিসের পাশে তার নিজ বাড়িতেই তার মৃত্যু ঘটে বলে জানান খুলশি থানার ওসি (তদন্ত) আফতাব আহমেদ।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারী সোলাইমান নামে এক কর্মীর ছোঁড়া গুলিতে প্রাণ হারান আলাউদ্দিন। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আছিয়া খাতুন।
আলাউদ্দিন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের অনুসারী। তার হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা। এসময় কেন্দ্রের বাইরে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।