ভাষার মাসে প্রকাশিত হচ্ছে “ইউএসএভিউ”

মাতৃভাষাকে বিশ্বব্যাপী ছাড়িয়ে দিতে ভাষার মাসে বাজারে আসছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউটিউব চ্যানেল “ইউএসএভিউ”। চ্যানেলটির প্রধান পৃষ্ঠপোষক লেখক ও পর্যটক আমেরিকান প্রবাসী আম্বিয়া অন্তরা। সম্পাদক হিসেবে এ চ্যানেলটির দায়িত্বে রয়েছে হাওলাদার সায়ীদ। সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন ইসাক আলী।

ইউটিউব চ্যানেলটি নিয়ে পরিচালক আম্বিয়া অন্তরা বলেন, বিশ্বায়নের যুগে বাঙালিরা এগিয়ে যাচ্ছে সমসায়ীক মিছিলে। এই মিছিলকে আরও ত্বরান্বিত করতে “ইউএসএভিউ” প্রচেষ্টা করে যাবে “ইউএসএ ভিউ” চ্যানেলটিতে প্রকাশিত হবে ডকুমেন্টরি, চলমান ঘটনা, ইন্টারভিউ এবং আমেরিকায় বসবাসরত প্রবাসিদের সমস্যা-সম্ভাবনা।

সম্পাদক হাওলাদার সায়ীদ বলেন, আমেরিকা ভিত্তিক বাংলা ভাষার অনেক চ্যানেল রয়েছে। আশাকরি অন্যদের থেকে “ইউএসএভিউ” এগিয়ে থাকবে। ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেল “USAView” নামে পাওয়া যাবে।

উল্লেখ্য,চ্যানেলটি বাজারে আনতে ‘দীর্ঘ সময় ধরে প্রস্তুতির কাজ চলছে। চলমান মাসের যে কোনো দিন এর যাত্রা শুরু হবে।