যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
আজ দুপুরের দিকে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাযুক্ত নেতারা বলেন, মহামারি করোনার কারণে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি আওয়ামী যুবলীগ। এ জন্য আগামী বুধবার ১০ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে যুবসমাজের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
সভায় সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মাহাবুবুর রহমান পলাশ, আবু সাঈদ মোল্লা,সৈয়দ আহমেদ, মুরসালিন আহমেদ, যুগ্ন সম্পাদক জাফর আহমেদ রানা,ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, আইন সম্পাদক এ্যাড. শাহনাজ পারভীন হীরা, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, মুক্তিযুদ্ধ সম্পাদক গোফরান গাজী, ধর্ম সম্পাদক আবুল কাশেম খাঁ, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম সরকার, সহ সম্পাদক নাসির আহমেদ, সহ সম্পাদক শেখ রাসেল রাজু, সহ সম্পাদক মিল্টন আহমেদ বাদল,সহ সম্পাদক শাদ সাহান রাজু, সহ সম্পাদক হারুনর রশীদ, সহ সম্পাদক সাঈদ হাসান শিশির, সহ সভাপতি শ্রী মিলন কান্তি, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, সহ সম্পাদক আইউব আলী সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।