ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থাকলেও করোনা প্রকোপের কারণে পিছিয়ে আসন্ন ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা ছিল। তবে সম্প্রতি করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।