ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসার বিরোধিতায় মুসল্লি এবং পুলিশের মধ্যে সংঘর্ষের গটনায় দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে সরকার রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিজিবির পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান সমকালকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবেন।
এদিকে সন্ধ্যার পর রাজধানীর কয়েকটি এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শনিবার সারাদেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।