নিউইর্য়ক প্রবাসী আম্বিয়া অন্তরার ‘আমার ভাবনা’ নামক বই প্রকাশ পেয়েছে। লেখক বইটিতে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন এবং এর
পাশাপাশি সমাধানের বিষয়টি স্পষ্ট করেছে।
২৭ মার্চ বিকেলের দিকে অমর একুশে গ্রন্থ উন্মোচন মঞ্চের মধ্যদিয়ে ‘আমার ভাবনা’ এর মোড়ক উন্মোচন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত গীতিকবি মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি কবি গবেষক হাসান রাউফুন, কবি মঈন মুরসালিন, কবি লিটন কিরমানী ও প্রকাশক নাফে নজরুল।
সপ্তডিঙ্গা ৪৩৩ নং স্টলে বইটি পাওয়া যাবে। এবারের বই মেলায় পাঠকদের মাঝে লেখক আম্বিয় অন্তরার বইটি ব্যাপক সাড়া ফেলেছ।
বইটি থেকে জানা যায়, বর্তমান সমসাময়িক বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়েছে এবং আগামীর সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরেছে নিউইর্য়ক প্রবাসী লেখক আম্বিয়া অন্তরা।
একুশে পদক প্রাপ্ত গীতি-কবি মনিরুজ্জামান মনির বলেন, লেখক আম্বিয়া অন্তরার ‘আমার ভাবনা’ বইটিতে তার দেশ প্রেম তুলে ধরেছেন। তিনি দেশের বাহিরে থেকে দেশের তরুণ সমাজের জন্য যে ভাবনা পরিচয় দিয়েছেন তা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত প্রকাশক বলেন, সমসায়িক সমস্যা এবং এর সম্ভাবনা নিয়ে তিনি তার ভাবনার বিষয়গুলো ‘আমার ভাবনা’ নামক বইটিতে প্রকাশ করেছে৷ যা আমাদের আগামীর স্বচেতন দেশ গড়ার তরুণদের মাঝে ব্যাপক সাড়া পেলবে বলে আশা করছি।