করোনা: ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজার

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ৩ হাজার ৯৫০ জন। গত একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ২০০ জন।

দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন তিন লাখ ২১ হাজার ৮৮৬ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৬ লাখ সাড়ে ৩৯ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৫ লাখ ৪৮ হাজার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজার ৯২৪ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ২৮ হাজার ১৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৪ লাখ সাড়ে ১০ হাজারের বেশি।