জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী গানের পাখি খ্যাত মিতা হক আর নেই।
রোববার ভোর সোয়া ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিতা হক ছিলেন প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী।
স্বজনেরা জানান, ৩১ মার্চ মিতা হকের করোনা সনাক্ত হয়। এর পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিডনি রোগ থাকায় তাকে ডায়লাইসিস করতে হতো।
শনিবার ডায়ালাইসিসের সময় তার প্রেসার ফল করে। এর পর বাসায় নেওয়ার পর ফের তার প্রেসার ফল করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এর পর রোববার ভোর সোয়া ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।