যদি ধর্ষণের শিরোনামে বসাতে পারো
মাতাল ফুলের বর্ষণ,
যদি ফিরিয়ে আনতে পারো সেই সব
হারিয়ে যাওয়া প্রিয়জন ।
তবে এসো হে নববর্ষ, স্বাগত জানাবো তোমায় ।
যদি মুছে দিতে পারো
ক্ষুধার্ত মায়ের আহাজারি,
এই প্রশ্নবিদ্ধ রাজনীতি নষ্ট আধিপত্যে
দিতে পারো দাড়ি ।
তবে এসো হে নববর্ষ,নব সাজে সাজাবো তোমায় ।
যদি পাল্টে দিতে পারো
অসুস্থ সময়ের ঘড়ির কাটা
নষ্ট জাতির মাতাল বিবেকে
দিতে পারো ঝাঁটা ।
তবে এসো হে নববর্ষ,রঙে রঙে রাঙাবো তোমায় ।
যদি অন্ধকার মনে
এনে দিতে পারো প্রথম সূর্যদয়ের আলো
আলোকিত করতে পারো
আগামীর ভালবাসাময় পথচলা ।
তবে এসো হে নববর্ষ, স্বাগত জানাবো তোমায়।
যদি কৃষ্ণচূড়ার মতো মাতাল
করতে পারো এ ভুবন,
বৎসরের দুই উৎসবের মতো হয়
হৃদয়ের গভীর আলিঙ্গন ।
তবে এশো হে নববর্ষ ,স্বাগত জানাবো তোমায় ।
যদি মুছে দিতে পারো
অতীতের গ্লানি
এনে দিতে পারো
নব দিগন্তের সূচনা,
তবে এসো হে নববর্ষ, নব সাজে সাজাবো তোমায় ।