খাদিজা ইসলাম’র কবিতা “জীবন যাওয়ার ভয়”

নারীবাদী আজ কেন চুপসে তুমি?
অল্প বয়সী তরুণী খুন তথাকথিত ভদ্রলোকের হাতে।
তাদের বিরুদ্ধে কথা বললে ভাত উঠবেনা তোমার পাতে।

হিজাবী নারী ধর্ষিতা হয়,
নারী আমরা পারি,
এই বুলি শেষে পাও কেন ভয়।

তোমরা আসলে নও নারীবাদী,
ভেতরে ভেতরে স্বার্থবাদী।
পথে ঘাটে,সবখানে আজ হয় লাঞ্চিত নারী।
এসব শুনে শুনে হয়ে যায় তোমাদের কান ভারী।

টিভির পর্দায় যত তোড়জোড়, সবই যেন মোল্লা হুজুর।
হুজুরের দোষে বাড়ে যত চুলকানি,
তার চেয়ে বেশিই চলে রফতানি।

এই দিকে যে মা বোনদের জীবন যাচ্ছে চলে,
এগুলোকে গুটিয়ে নিয়েছে ছলেবলে কৌশলে।

তোমরা তো পারো শুধু ইসলামের দোষ খুঁজতে ।
আমরা মুসলিমরা আর বাকি নাই বুঝতে।
দিন শেষে জয়ের নামে অজয় নারী তুমি।
ধর্ষণ আর লাঞ্চনায়
এই বাংলার ভূমি।

কতশত খবর চর্মচক্ষুর অন্তরালে যায় রয়ে,
আপনি আমি কিছু বলি না জীবন যাওয়ার ভয়ে।