ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হতে পারে জেল

করোনার সময় ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ান বাগরিকরা দেশে ফিরলে অর্থদণ্ড কিংবা ৫ বছরের জেল হতে পারে। এর মাধ্যমে প্রথমবারের মত নিজ দেশে ফিরলে অস্ট্রেলিয়ানরা অপরাধী হবে।

শনিবার (১ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগের সপ্তাহ থেকে ভারত থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার সরকারের নতুন এই নির্দেশনায় বলা হয় অস্ট্রেলীয় যেসব নাগরিক গত ১৪ দিন ধরে ভারতে ছিলেন বা আছেন, তারা দেশে ফিরতে পারবেন না। বর্তমান করোনা পরিস্থিতিতে ভারত থেকে কাউকে অস্ট্রেলিয়ায় ঢুকতে বা অবস্থান করতে দেওয়া হবে না। যদি কেউ এই আইন না মানেন, তাহলে তাদের পাঁচ বছরের জেল হতে পারে অথবা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৩ লাখ টাকারও বেশি।

ভারতে এখন আনুমানিক ৯ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে ৬০০ জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতে চলমান আইপিএলেও বেশ কিছু অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় অংশ নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।