মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চায় ডিবি

হেফজদের কিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার তিন মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।

জানা যায়, সোনারগাঁ থানায় করা জান্নাত আর ঝর্ণার মামলায় থানা পুলিশ ১০ দিনের, রয়্যাল রিসোর্ট কান্ডে ডিবি সাতদিনের এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে ডিবি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিন সবমিলে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে নারীসহ আটক হন মামুনুল হক। তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। অবশ্য ওই নারী মামুনুল তাকে বিয়ে করেননি অভিযোগ করে থানায় মামলা করেছেন।