ব্যাটিং ব্যর্থতায় ২০৯ রানের বিশাল ব্যবধানে শ্রিলংকার কাছে পাল্লেকেলের দ্বিতীয় টেস্ট হেরেছে বাংলাদেশ।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠিয়ে প্রথম ইনিংসে ৪৩৭ রানের টার্গেট দেয় শ্রিংলকা। এ রান তাড়া করতে নেমে ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
পঞ্চমদিনে ২২ ওভারের মধ্যেই শেষ বাংলাদেশ। উইকেট হারিয়েছে ৫টি। আর রান যোগ হয়েছে মাত্র ৫০টি।
শেষ দুই ওভারে একরানও যোগ করতে পারেনি বাংলাদেশ। অথচ উইকেট হারিয়েছে ৩টি।
পরপর দুই ওভারে উইকেট তিনটি তুলে নেন মেন্ডিস ও জয়াবিক্রমা।
মূলত পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত তরুণ স্পিনার জয়াবিক্রমার কাছেই গেছে বাংলাদেশ। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন তিনি। মোট ২০ উইকেটের অর্ধেকের বেশিই তার দখলে!
চতুর্থদিন শেষে তবুও আশা জাগানিয়া কথা শোনা গিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেটি ছিল অভিজ্ঞ লিটন দাস ও ব্যাট করতে জানা স্পিনার মিরাজের ভরসায়।
টেস্টে মিরাজের সেঞ্চুরি রয়েছে। লিটন দাসের সেঞ্চুরি না থাকলেও ৮টি হাফসেঞ্চুরি রয়েছে। লিটন-মিরাজে ভরসা করেই অন্তত ড্রয়ের স্বপ্নও দেখছিল কেউ কেউ। এক কথায় শেষ স্বীকৃত ব্যাটিং জুটি তারা।
কিন্তু পঞ্চম দিনের সকালেই লিটন জানালেন, সতীর্থদের মতো তিনিও লংকান স্পিনার জয়াবিক্রমার বল ঝোঝেন না।
স্কোর কার্ড
শ্রীলংকা প্রথম ইনিংস ৪৯৩/৭ ডিক্লেয়ার।
বাংলাদেশ প্রথম ইনিংস ২৫১।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ১৯৪/৯ ডিক্লেয়ার।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২২৭ (অলআউট)
শ্রীলংকা ২০৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: প্রাভিন জয়াবিক্রমা
বোলিং : লাকমাল ৪-২-১৪-০, রমেশ মেন্ডিস ২৮-২-১০৩-৪, জয়াবিক্রমা ৩২-১০-৮৬-৫, ধনাঞ্জয়া ৭-১-১৯-১।