করোনামুক্ত হওয়ার পরের দিনই ফের পজিটিভ রেজাল্ট আসলো চেন্নাই কোচ মাইক হাসির। ফলে আপাতত নিজ দেশ অস্ট্রেলিয়ায় আর ফেরা হচ্ছে না হাসির। থাকতে হচ্ছে ভারতেই। নিয়ম অনুযায়ী, তিনটি কোভিড রিপোর্ট নেগেটিভ হলে তবেই দেশে ফেরত যেতে পারবেন সাবেক অসি তারকা। এখন চেন্নাইয়েই চিকিৎসা চলবে হাসির।
করোনা আক্রান্ত হওয়ার পর আহমেদাবাদ থেকে বিশেষ বিমানে করে ব্যাটিং কোচ হাসি ও বোলিং কোচ লক্ষীপতি বালাজিকে চেন্নাই নিয়ে যায় ফ্র্যাঞ্চাইজি। এই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে বেশ।
তবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) পক্ষ থেকে কঠিন সময়ে যে সাপোর্টটা পাচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসি। কিছুদিন আগেই তিনি বলেন, ‘আমি বিশ্রাম নিচ্ছি, কিছুটা ভালো আছি। সিএসকের কাছে আমি কৃতজ্ঞ।’
অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সীমান্ত বন্ধ। তাই আইপিএলের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার প্রায় ৪০ জন খেলোয়াড়-স্টাফ ভারত থেকে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। সীমান্ত খুলে দেয়া হলে তারা নিজ দেশে ফিরবেন।