ইসরাইল বাহিনীর আঘাতে ফিলিস্তিনের দুটি ব্যাংক ধ্বংস

দখলদার ইসরাইল বাহিনীর নির্বীচারে আঘাতের ফলে ফিলিস্তিনের গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবনসহ দুটি ব্যাংক ধ্বংস হয়। বৃহস্পতিবারের হামলায় পশ্চিম গাজার আলওয়াহিদ নামে একটি বহুতল ভবন গুড়িয়ে যায়। ওই বহুতল ভবনে তুরস্কের একটি দাতব্য সংস্থা ইয়ারদিমেলির অফিস ধ্বংস হয়ে যায়।

প্রতিষ্ঠানটির পরিচালক হানি আল আগা জানিয়েছেন, তাদের এতদিনের সব তথ্য-উপাত্ত ধ্বংস হয়ে যায়। এর আগে ২০১৯ সালে এই ভবনটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত ৯ মে পবিত্র শবে কদরের নামাজ শেষে আল-আকসা চত্বরে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এরপর ইসরাইলের নিরাপত্তা বাহিনী স্টান গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তা সহিংসতায় রূপ নেয়। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হামলা এখন পর্যন্ত নিহত হন ৮৩ জন ফিলিস্তিনি।

সূত্র: ইয়েনি শাফাক।