আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আজ থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে দেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

এ সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ ধরতে না পারে সেজন্য সম্প্রতি কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতা চেয়ে জননিরাপত্তা বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া মৎস্য অধিদপ্তরের কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনটি বিভাগীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

স্থানীয়ভাবে জেলেদের সচেতন করার জন্য ব্যানার, লিফলেট, পোস্টার, মাইকিং ও সচেতনতামূলক সভা করা হবে। এ সময়ে জেলেদের যাতে কষ্ট না হয় সেজন্য দেশের উপকূলীয় ১৪টি জেলার ৬৬টি উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫ জেলে পরিবারকে ১৬ হাজার ৭২১ টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।