৪০তম হাফসেঞ্চুরি মুশফিকের

পর পর দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিলেন লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া। অর্ধশতক হাঁকানো তামিম ইকবালকে ফেরালেন।

৩তম ওভারে ধনঞ্জয়ার পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তামিম। ধনাঞ্জয়ার পরের বলেই ফের এলবিডব্লিউ হয়েছেন মিঠুন। ‘গোল্ডেন ডাক’ মারলেন মিঠুন।

৯৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন পঞ্চপাণ্ডবের দুই অন্যতম অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্যারিয়ারের ৪০তম হাফসেঞ্চুরি হাঁকালেন মুশফিক। ৩২তম ওভারে ধনাঞ্জয়ার ৪র্থ বলে বাউন্ডারি মেরে অর্ধশতক পূরণ করেন তিনি। তিন বাউন্ডারি ও ১ ছক্কায় এই অর্ধশতক সাজিয়েছেন তিনি।

অন্যপ্রান্তে দুর্দান্ত খেলছেন মাহমুদউল্লাহ। এ জুটি এখন পর্যন্ত ৮৩ রান যোগ করেছে।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮২ রান। ওভার শেষ হয়েছে ৩৭টি। ৬৮ বল খেলে ৬৫ রানে অপরাজিত মুশফিক। অন্যপ্রান্তে ৪৯ বল খেলে ৪১ রানে অপরাজিত মাহমুদউল্লাহ।

এর আগে গোল্ডেন ডাকের শিকার হন মোহাম্মদ মিঠুন। ধনাঞ্জয়ার প্রথম বল মোকাবিলা করে প্যাডেল সুইপ খেলতে গিয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

তার আগের বলে এলবিডব্লিউর শিকার হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ক্যারিয়ারে ৫১তম হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি।

২২তম ওভারে লক্ষণ সান্দাকানের দ্বিতীয় ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান তামিম। পরের বলে ১ রান নিয়ে অর্ধশতক পূরণ করেন।

৬৬ বলে অর্ধশতক পূরণের পর ২৩তম ওভারে ধনঞ্জয়ার পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তামিম।

আজ টসে জিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রথমে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেন লংকান পেসার দুশমন্থ চামিরা। রানের খাতা খুলতেই দেননি ওপেনার লিটন দাসকে।

ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়া ডি সিলভার হাতে লিটনকে ক্যাচে পরিণত করেন।

লিটনের আউটের পর ব্যাট হাতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই চামিরাকে চার হাঁকালেও পরে হাত খুলে খেলতে পারছিলেন না সাকিব।

অনেকটা ধৈর্যহারা হয়ে ১৫ রান করে আউট হয়ে যান তিনিও ।

১২তম ওভারে গুনাথিলাকার প্রথম বলটি ছিল স্লোয়ার। ডাউন দ্যা উইকেটে এসে বোলারের ওপর দিয়ে উড়িয়ে মারেন সাকিব।

টাইমিংটা ভালো হয়নি সাকিবের। মারেও ছিল না তেমন জোর। তাই বল আর বাউন্ডারি অতিক্রম করতে পারেনি। যা সোজা গিয়ে জমা পড়ে নিশাঙ্কার হাতে।