করোনা: ভারতের ২৪ ঘন্টায় ৪৪৫৫ জনের মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারত। ভাইরাসে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মারা গিয়েছে দেশটিতে। গত ২৪ ঘন্টায় এর সাথে আরো ৪৪৫৫ জনে মৃত্যুর মিছিল যুক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের। খবর বিবিসির।

ভারতে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোববার দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লাখ ২২ হাজারে। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরেই ছিল।

স্থানীয় গণমাধ্যম বলছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃত পক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।