সিয়ার সেভেনের কোকাকোলা সরিয়ে নেওয়া পর এবার সংবাদ সম্মেলনের টেবিলে রাখা বিয়ারের বোতল সরিয়ে আলোচনা-সমালোচনার নতুন জন্ম দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা।
এর আগের কোমল পানীয় সরিয়ে দেওয়ার ঘটনায় আধঘণ্টার মধ্যে অবিশ্বাস্যভাবে কোকাকোলার ব্র্যান্ড দর কমে গেছে ৪০০ কোটি ডলার।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা বিরক্তিভরে সরালেন বিয়ারের বোতল। মঙ্গলবার রাতে শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। যেখানে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কারটা পল পগবার হাতে উঠেছে।
এরপর ম্যাচ জয়ের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন পগবা। এসেই টেবিলে রাখা হাইনেকেন বিয়ারের বোতলটি সরিয়ে দেন সামনে থেকে।
কোকাকোলাকে না বলার পেছনে রোনাল্ডো স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সামনে এনে বিশুদ্ধ পানি পানে উদ্বুদ্ধ করেছেন। তবে পল পগবার বিষয়টিতে ধর্মীয় আবেগ ও অনুশাসন জড়িত।
ব্যক্তিগত জীবনে পগবা বেশ ধার্মিক। ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে ওমরাহ পালন করতে গিয়েছিলেন বিশ্বজয়ের মিশনে। জয়ের পর দলের বিয়ার-শ্যাম্পেনের উৎসবে তাকে দেখা যায় না তেমন। ইসলামের অনুশাসন মেনে এসব পানীয় থেকে দূরে থাকেন তিনি।
সেই আবেগ থেকেই কাজটি করেছেন ফ্রান্সের এই তারকা মিডফিল্ডার। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে।
কারণ ম্যাচসেরার পুরস্কারের সংবাদ সম্মেলনের স্পনসরে ছিল সেই হাইনেকেনের বিয়ারই।
এদিকে পগবার ঘটনার পর কোকাকোলার মতো হাইনেকেন বিয়ারই একই ধরণের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।