কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-০ ব্যবধানে, দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ উড়েয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তিতের শিষ্যরা। অপর দিকে একই টুর্নামেন্টে ফুডবলের আরেক পরাশক্তি নীল সাদাদের ড্রয়ের গোন্ডি থেকে বেরিয়ে অবশেষে ১-০ গোলে উরুগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টার ম্যাচে কে হারিয়ে মেসির দল। এ জয়ের সুবাদে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে আলবিসেলেস্তেরা।
চলতি কোপায় এমন উড়ন্ত ব্রাজিলকে ফেবারিট মানছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।
উরুগুয়েকে হারানোর পর সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন, ‘এটা সত্য যে, ব্রাজিল শুরু থেকেই দুর্দান্ত খেলছে। আর আমরা ধাপে-ধাপে ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে জিতেছি। এটা আমাদের জন্য দারুণ কাজ হচ্ছে। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের সামর্থ্য তুলে ধরার। আমরা সবসময়ই প্রথমে গোল করছি এবং সেটি ধরে রাখার চেষ্টা করছি। ’
তবে সম্মুখসমরে ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না আর্জেন্টিনা। এমনটাই জানালেন পিএসজি তারকা।
বললেন, ‘আশা করছি আমরা জিততে পারব। আর্জেন্টিনা সবসময়ই শক্ত দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল বেশ ভালো খেলছে। আমরা চেষ্টা করব নিজেদের স্বপ্নপূরণের জন্য সবকিছু করতে।’
বিশ্বকাপ ও কোপা দুটি ভিন্ন প্ল্যাটফর্ম বলে জানান মারিয়া।
বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার খেলা পুরোপুরি আলাদা। জয় পাওয়ার জন্য আমাদের যে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। উরুগুয়ে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী। তার সঙ্গে জয়লাভ করেছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি।’
আর্জেন্টিনার এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচেই বদলি হিসেবে নেমেছেন ডি মারিয়া। প্রথম ম্যাচে জিওভানি লো সেলসোর জায়গায় নেমেছেন ৬৭ মিনিটে আর আজ নিকো গনজালেজের জায়গায় তাকে নামানো হয়েছে ৭০ মিনিটের সময়। তবে দুই ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি।