রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন নিহত এবং অর্ধ শতাধীক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করে বলছেন গ্যাস জমে ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ভয়বহতা আসপাশের ভবন গুলোতেও আচ লেগেছে। এ ছাড়াও এই বিস্ফোরণে যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাজ্জাদ হোসেন বলেন, আমরা পরীক্ষা করছি। গ্যাস জাতীয় কিছু থেকে বিস্ফোরণ হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ৭টা ৩৪ মিনিটে খবর পেয়ে আমাদের টিম এখানে আসে। তিনতলা ভবনের নিচতলায় ফাস্টফুডের দোকান, দ্বিতীয় তলায় সিঙ্গারের একটি গোডাউন ছিল। বিস্ফোরণের কারণে ব্লাস্ট ওয়েভ ও সাউন্ড ওয়েভ সৃষ্টি হয়। এতে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের সব পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলতে পারি এই ভবন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যেই সব ঘটে গেছে। বিকট শব্দ, অন্ধকার, ধোঁয়া আর ধুলোবালি আর অসংখ্য কাঁচের টুকরো ছিটে এসেছে।