প্রথম দিনের লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে সেনাবাহিনী

ফের ঊর্ধ্বমূখী করোনা সংক্রমণের স্থবির হয়ে পড়েছে সারা দেশ। লাফিয়ে বাড় ভাইরসের বিস্তার রোধে আজ থেকে সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে সরব দেখা গিয়েছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যদের। কোন কোন সড়কে ব্যক্তিগত যান দেখা গেলেও রাজধানীর বাকি রাস্তাগুলো প্রায় জন শূণ্য রয়েছে।

এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রাজধানীর অধিকাংশ এলাকা জনমানবশূন্য। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনী গাড়ি রাস্তায় দেখে গেছে। কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলছেন। এমন কি রিকশা চলাচল করতেও বাধা দিচ্ছেন তারা।

মিরপুর এলাকায় কয়েকটি ব্যক্তিগত গাড়ি দেখা গেছে। গাড়িগুলো দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চেয়েছে পুলিশ।

এক রিকশাচারক বলেন, এতদিন তো রিকশা চালাতে পেরেছি। আজ তো বাস্তায় কোনো মানুষ নেই। কী করে সংসার চালাব।

করিম নামের সিএনজি অটোরিকশা চালক বলেন, রাস্তাঘাট ফাঁকা। কোনা যাত্রী নেই। সামনের দিনগুলো কেমন চলবে?

প্রসঙ্গত, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠে রয়েছে।