মানছে না প্রকৃতি, করোনা ছড়াতে শিমুলিয়া ঘাটের মহা প্রস্তুতি

হাওয়াতে লাশের তীব্র গন্ধ, চোখের পলকে পলকে জনমানুষের আতঙ্ক। নিরব ঘাতকের আঘাকে বাস্তবিক প্রাণের কান্নায় আকাশের মন ভিষন্ন। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে বার বার বলছে ছুটো ছুটি না করে তোমরা ঘরে থাকো। কে শোনে কার কথা। স্বজনদের বিপদের ফেলতে সবাই যেন হয়ে উঠেছে মারিয়। তাইত করোনা নিয়ন্ত্রণে সরকারের কঠোর লকডাউন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার।

শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়িতে যেতে ঘাটে আসছেন। নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছেন। এতে ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী গাড়িও।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ‘নৌরুটে বর্তমানে ১০ ফেরি চালু রয়েছে। যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে ঢাকা থেকে সড়ক পথে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। তাই এখন যেসব যাত্রীরা ঘাটে আসছে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করা হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক পণ্যবাহী গাড়ি অবস্থান করছে।