ইতালি পাড়ি দেওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) – এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার লিবিয়ার সমুদ্র বন্দর খুমসের কাছে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।
আইওএম মুখপাত্র সাফা এমসালি রয়টার্স জানান, এ ঘটনায় স্থানীয় জেলেদের সহযোগিতায় কোস্ট গার্ডের সদস্যরা ২০ জন নারী ও দুই জন শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি ইতালির দিকে যাচ্ছিল।
আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাসে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইউরোপে উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে। আর এ সময়েই বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।
সংঘাতময় রাজনৈতিক পরিবেশ ও চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করতে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবাসীদের মধ্যে ইউরোপে অভিবাসনের প্রত্যাশা বাড়ছে। সাম্প্রতিক সময়ে তাই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনাও তাই বাড়ছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্য ইতালি। গত কয়েক বছরে ইতালি যাওয়ার কমে এলেও করোনাভাইরাস মহামারি শুরুর পর তা আবার বেড়েছে।
গত ২২ জুলাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসী মারা গেছেন।
লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকা জুয়ারা থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছিল নৌযানটি। এ নৌযানে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালির অভিবাসীরা ছিলেন।