সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়মরক্ষার এই ম্যাচে টাইগারদের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে।
শামিম হোসেনের জায়গায় সিরিজে প্রথমবারের মতো একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার শরিফুলের জায়গায় খেলছেন সাইফুদ্দিন।
এর আগে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে টাইগাররা। যার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।
তবে চতুর্থ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। সফরে প্রথম পায় অস্ট্রেলিয়া।