রাশিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

The patrol helicopter flying in the sky

১৬ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ১৩ জনই পর্যটক ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে বৃহস্পতিবার প্রথম প্রহরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটির জরুরি সেবা সংস্থা জানায়, হেলিকপ্টারে ১৬ যাত্রী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।

জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র বলেন, আট যাত্রী বেঁচে আছেন। তাদের উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

উদ্ধারকর্মীদের একজন বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি কুড়িল লেকে ডুবে গেছে।

রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত অকর্ষণীয় স্থান।

জুলাইয়ে এ উপদ্বীপে একটি প্লেন বিধ্বস্ত হলে ১৯ জন নিহত হন।

আকাশযানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাশিয়ায় দুর্বলতা নতুন কিছু নয়। তবে ২০০০ সালের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।