আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন তালেবানবাহিনী। সেই সঙ্গে সব সরকারি কর্মীদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্ষমতা দখলের দুদিন পর মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এই ক্ষমার ঘোষণা দেয় তালেবান।
বিবৃতিতে তালেবান জানায়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তাই পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আপনাদের কাজ শুরু করা উচিত।
দেশটি থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা প্রত্যাহারের ঘোষণার পর একের পর এক প্রাদেশিক শহর দখল করতে শুরু করে তালেবান।
সে সময় সরকারি বিভিন্ন অফিসে গিয়ে নেতা-কর্মীদের নামের তালিকাও নেয় তালেবান যোদ্ধারা।
কান্দাহার, হেরাতসহ আরও কিছু প্রদেশ দখলের পর সরকারি কর্মীদের তালিকা ধরে তাদের বাড়িতে তল্লাশি চালায় তালেবান যোদ্ধারা।
সে সময় অনেক স্থানে সরকারি কর্মীদের হত্যার বিষয়টিও সংবাদমাধ্যমে আসে।
কাবুল দখল নেয়ার আগেই রাজধানী শহরটির বেশিরভাগ সরকারি অফিস খালি হয়ে যায়। সরকারি কর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার খবরও আসতে থাকে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছাড়ার পর আরও অনিশ্চিয়তায় ভুগতে থাকে সরকারি কর্মীরা। রোববার দেশটির ক্ষমতা নেয় তালেবান।
ক্ষমতা নেয়ার দুদিন পর এমন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে কাজে ফেরার আহ্বান জানালো তালেবান।