ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও সামরিক উপস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া নতুন বিশেষ নিরাপত্তা জোটের ঘোষণা দিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে ‘অকাস’ নামের ত্রিদেশীয় এই নিরাপত্তা জোটের ঘোষণা দেন।
বরিস জনসন বলেন, “অংশীদারিত্বর এই জোট আমাদের নিজেদের স্বার্থ ও জনগণের সুরক্ষায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”
এদিকে ত্রিদেশীয় এই জোটের ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিধর সাবমেরিন বানানোর সুযোগ পেতে যাচ্ছে।
যদিও নতুন এ জোটের কারণে অস্ট্রেলিয়াকে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ১২টি সাবমেরিন বানানোর ৫ হাজার কোটি অস্ট্রেলীয় ডলারের একটি চুক্তি বাতিল করতে হয়েছে। ফ্রান্স এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। অপরদিকে নিউজিল্যান্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার নতুন পারমাণবিক শক্তিধর সাবমেরিন যেন তাদের জলসীমা থেকে দূরে থাকে।
ত্রিদেশীয় এ জোটে তারা নিজেদের মধ্যে যেসব প্রযুক্তি ভাগাভাগি করে নেওয়ার কথা বলছে, তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তিও আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।