ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেছেন বলে দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা ডেঙ্গু আক্রান্তের বিষয়টি খারাপ ভাবে দেখছি। সিটির জণগনকে তার থেকে রক্ষা করার জন্য আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত কিছুদিন ধরে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ এর নিচে নেমেছে। গত পাঁচ দিনে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু ১৮ শতাংশের নিচে। সামগ্রিক ৩০ শতাংশের কম। ডেঙ্গু এখন নিয়ন্ত্রণে চলে এসেছে, ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই।
এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডেঙ্গুর আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ২০১৯ সালকে আমরা সবচেয়ে খারাপ সময় হিসেবে দেখি। সে বছর শুধু আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫২ হাজারের ঊর্ধ্বে। সেপ্টেম্বর মাসে ১৬ হাজারের বেশি এবং জুলাই মাসে ১৬ হাজারের বেশি। সব মিলিয়ে সে বছর এক লাখ ৫৫ হাজার বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তবে চলতি বছর আমরা ১৫ হাজারের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রাখতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের এক হাজার ৫০ জন মশক কর্মী ও কাউন্সিল-কর্মকর্কতাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ২০১৯ সালের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।
মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা রোগীদের ঘরে ঘরে গিয়েছি। ২৭ হাজারের মতো আবাসিক স্থাপনা, ভবন পরিদর্শন করেছি। গত পাঁচ দিনের পরিসংখ্যান অনুযায়ী ঠিকানা সংগ্রহ করেছি। ডেঙ্গু আক্রান্তদের ভবনের আশপাশের এলাকায় কীটনাশক ছিটানো হয়েছে।