চমকে ওঠার মত খবর। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের নব-গঠিত তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া হয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাঁধে। মঙ্গলবার নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে দেশটির খাতিম্যান ইউরোলজিস্ট ডা: কালান্দার ইবাদকে।
শুধু তাই নয়- তাঁর ডেপুটি হিসেবে আরও দু’জন চিকিৎসকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন: ডা. আব্দুল বারি উমর এবং ডা.মুহাম্মাদ হাসান গিয়াসি।
কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর নাম জানিয়েছিল তালেবান। মঙ্গলবার সরকারের বাকি পদগুলোর নাম ঘোষণা করা হলো। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত পদগুলো আফগানিস্তানের নতুন সরকারকে সচল রাখার জন্যজরুরী।