বক্তব্যের দ্বারা আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগগোগমাধ্যমে নানা ইস্যুতে বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ মামালা দায়ের করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার রাতে জেডএম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।