বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো রাস্তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ মৌলবাদীরা বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের সকল প্রকার পরিকল্পনা জাতির পিতার আদর্শ দিয়ে নিভিয়ে দিবো।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের দেশ গঠনের জন্য বঙ্গবন্ধু কন্যার অক্লান্ত পরিশ্রম একাত্তরের দোসররা মেনে নিতে পারছে না। তারা মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী বলেই আজ দেশের উন্নয়ন ঠেকাতে পরিকল্পনা সাজাতে ব্যস্ত রয়েছে।
তিনি আরও বলেন, আলবদরের দোসর বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন ঠেকাতে একাত্তরেও ষড়যন্ত্র করেছে, দেশে-বিদেশে আজও সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের উন্নয়ন ঠেকাতে মৌলবাদীদের ষড়যন্ত্রের জাল কখনই বাস্তবায়ন হবে না। তারা বঙ্গবন্ধুর আদর্শকে দমিয়ে দিতে চাইছে। আমরা তা কখনই বাস্তবায়ন করতে দিবো না।
নেতাকর্মীদের উদ্দেশ্য কৃষিবিদ নাছিম বলেন, আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। দেশের জনসাধারণের পাশে থাকতে অন্যায়, অত্যাচার, দুর্নীতিসহ সকল ধরনের দুষ্কর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে মানবতার শত্রুদের আমরা দমন করবো। বিএনপি-জামাত সাম্প্রদায়িক দস্যুদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ।